প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে টহল পুলিশের হাতে চোরাই গরুসহ দুই চোর আটক একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।৩১শে আগস্ট সোমবার ভোররাতে সিএনজি যোগে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ভোররাতে বাহুবল উপজেলা সদর কলেজ রোড দিয়ে একটি সিএনজি অটোরিকশা যোগে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা। এসময় বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদের নেতৃত্বে বাহুবল কলেজ গেইটে টহলে ছিল একদল পুলিশ।
এসময় পুলিশকে দেখে সিএনজি থেকে দুই চোর পালিয়ে গেলেও সিএনজিতে থাকা গরুসহ দুই চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তারা হলেন উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল মতলিবের ছেলে মোঃ মোস্তফা মিয়া(৩৫) চুনারুঘাট উপজেলার সিংহপাড়া গ্রামের আব্দুর নুরের ছেলে জমির আলী(৪৫)।
এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে মোস্তফা মিয়া জানায় ঐ গরুর মালিক শিবপাশা গ্রামের নিল মিয়া, পরে পুলিশ মালিক নিল মিয়াকে থানায় খবর দিয়ে নিয়ে আসলে তিনি তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করেন।উল্লেখ্য যে ইদানিং উপজেলার বিভিন্ন স্থানে চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ায় থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে, যার ফলে গরুসহ দুই চোরকে আটক ও সিএনজি জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদ নিশ্চিত করেছেন।