সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছে। জার্মানির চিকিৎসকরা এ দাবি করেছেন। গত আগস্টে সাইবেরিয়া থেকে মস্কো ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে জার্মানির বার্লিনে নিয়ে আসা হয়। এবার জার্মানির চিকিৎসকরা দাবি করেছেন, নাভালনির ওপর নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এখনো কোমায় আছেন নাভালনি। তার ওপর বিষ প্রয়োগের বিষয়ে রাশিয়ার কাছে জবাব চেয়েছেন জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেল। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ন্যাটোও রাশিয়ার ব্যাখ্যা চেয়েছে নাভালনির অসুস্থতার বিষয়ে। মের্কেল বলেছেন, রাশিয়াকে অবশ্যই এর জবাব দিতে হবে।
নাভালনির দলের লোকজন বলছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এ বিষ প্রয়োগ করা হয়েছে। ক্রেমলিন এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, রাশিয়ার চিকিৎসকরা নাভালনির শরীরের বিষপ্রয়োগের কোনো প্রমাণ পাননি। নাভালনির শরীরে বিষের উপস্থিতির প্রমাণ পাওয়ার গেলে সে ঘটনা জার্মানিতেই ঘটেছে। এ বিষয়ে সুস্পষ্ট তথ্য হাজির করতে হবে।