সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কলি পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর চতুর্দশ বংশাবতংস, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সেবায়েত ও ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাধা বিনোদ মিশ্র পরলোকগমন করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মন্দিরে পূজা দেয়ার সময় পড়ে যান। পরে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এসময় চিকিৎসকরা জানান তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য ভক্তঅনুরাগী রেখে গেছেন। তাঁর মৃত্যুকে ভক্ত অনুরাগীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দেশের বিভিন্নস্থানে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাধা বিনোদ মিশ্র অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন। তারা তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করবেন। সেজন্য তাঁর মৃতদেহ হিমাগারে রাখা হবে। রবিবার (৬ সেপ্টেম্বর) শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।