নবীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে ষ্ট্রোক করে এক ব্যাক্তির মৃত্যু

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

নবীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে ষ্ট্রোক করে এক ব্যাক্তির মৃত্যু
৭১ Views
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের পশ্চিম হাওরে ঘাস কাটতে গিয়ে ষ্ট্রোক করে আব্দুল আউয়াল (৪০) নামে এক ব্যাক্তি মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার দুপুরে উপজেলার মিনাজপুর গ্রামের মৃত আরব উল্লার পুত্র মোঃ আব্দুল আউয়াল গ্রামের পাশ্চিম  হাওরে ঘাস কাটতে যান। এতে কয়েক ঘন্টা চলে গেলেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজাখুজি করে না পেয়ে তার সন্ধানে বের হন। এতে অনেক খোঁজাখুজি করে দুপুর ২টায় মিনাজপুর গ্রামের জনৈক একজন লোক যে স্থানে তিনি ঘাস কাটতে গিয়ে ছিলেন সেখানে তিনি যান।
এবং দেখতে পান আইয়ালের লাশ পানির উপর ভেসে আছে। এ দৃশ্য দেখে দৌড়ে এসে গ্রামবাসীকে বললে- গ্রামের নারী- পুরুষ সবাই মিনাজপুর মহা সড়কে পাশে এসে ভীড় জমান। এর মধ্যে অনেকে নৌকা নিয়ে লাশটি দেখতে সেখানে যান।এ ব্যাপারে স্থানীয়রা বলেন, হয় তো উনাকে বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন। আবার কেউ বলছেন ষ্ট্রোক মারা গেছেন।
লাশের খবর পেয়ে সাংবাদিক, পুলিশ সহ আশপাশ এলাকার লোকজন ঘটনাস্থলে চুটে আসেন। পরে, নবীগঞ্জ থানার ওসি নৌকা চালিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এবং স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় পানি থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।
সে দীর্ঘ দিন পূর্বে ইরান ছিলেন। তার মৃত্যুতে মিনাজপুর সহ নিহতের আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সোমবার দুপুর ১১টার সময় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সেখানে গিয়ে আব্দুল আউয়ালের লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষাক্ত সাপের কামড়ে নয় তিনি ষ্ট্রোক করে মৃত্যু বরণ করেন।
Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031