আল্লামা শাহ্ আহমদ শফী’র খেলাফতি লাভ করলেন মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

আল্লামা শাহ্ আহমদ শফী’র খেলাফতি লাভ করলেন মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী
৭২ Views
প্রতিনিধি /নবীগঞ্জঃঃ
দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক, আমী‌রে হেফাজত, শায়খ ও মুর্শিদ কুতবুল আলম শায়খুল ইসলাম এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত আল্লামা শাহ আহমদ শফী হুজুরের খেলাফতি  লাভ করলেন তাঁর সুযোগ্য মহব্বতের শিষ্য সিলেট দরগায়ে হযরত শাহ্ পরাণ (রহঃ) জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন প্রকাশ  নবীগঞ্জী হুজুর৷
গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্রগ্রামের   হাটহাজারী দারুল উলূম মাদ্রাসায় আল্লামা শাহ্ আহমদ শফী দাঃ বাঃ এর কার্যালয়ে তাঁর সাথে সৌজন্যে সাক্ষাৎকালে তাঁর মুর্শিদ ও কুতুবে আলমের নিকট থেকে নবীগঞ্জী হুজুর খেলাফতি লাভ করেন৷
উক্ত সফরটির আয়োজন করেন, সিলেট সিটি করপোরেশনের বিশিষ্ট ব্যবসায়ী ও চেম্বার অব কমার্সের সদস্য আব্দুল হাফিজ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে সাথে ছিলেন, খলিফায়ে মাদানী হযরত মাওলানা শাহ্ নোমান (রহ.) এর সুযোগ্য ছাহেব জাদা রেজোয়ান, কুতুবে জামান হযরত মাওলানা শায়েখ কাতিয়া হুজুরের সুযোগ্য নাতি হযরত মাওলানা মুবাশ্বির আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031