পোর্টসমাউথে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি যুবক

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

পোর্টসমাউথে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি যুবক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাজ্যের পোর্টসমাউথে ১৯ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে ৩১ বছর বয়সী এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত মুহিব উদ্দিন পোর্টসমাউথের নিউকোমন এলাকার বাসিন্দা। গত ২৯ আগস্ট স্থানীয় সাউথসি অঞ্চলে সংঘটিত ধর্ষণের ঘটনায় তদন্তকারী কর্মকর্তারা মুহিব উদ্দিনকে দায়ী বলে চিহ্নিত করেন। তাকে গত ৩ সেপ্টেম্বর পোর্টসমাউথ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ধর্ষণকাণ্ডে তদন্তের অংশ হিসাবে গ্রেপ্তার হওয়া অপর তিনজনকে বিনা অভিযোগে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট রাত দশটার দিকে সাউথসির ক্লারেন্ডন রোডের একটি সরু গলিতে ধর্ষণের ঘটনাটি ঘটে। আশপাশের বাসিন্দারা চিৎকার শুনে এবং ঘটনাস্থলে ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা কান্নারত কিশোরটিকে উদ্ধার করেন। এ সময় ধর্ষণকারী পালিয়ে যায়। পরবর্তীতে তদন্তে মুহিব উদ্দিনকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়।

Spread the love