দায়িত্বরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

দায়িত্বরত অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নে কর্মরত বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকার (৫২) দায়িত্বরত অবস্থায় আকস্মিক মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে তিনি নারায়নতলা ডলুরা বর্ডার হাটে দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ তার মূত্যু হয়। নিহত শ্যামল সরকারের বাড়ি বরিশাল জেলার ঝালকাঁটি উপজেলায়।

 

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামল সরকার নারায়নতলা সীমান্তে এলাকায় টহলরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে সাথে থাকা বিজিবির অন্যান্য সদস্যরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তার মরদেহটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

 

মঙ্গলবার বিকালে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স থেকে তার মরদেহটি এ্যাম্বুলেন্স যোগে বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়।

 

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন, দায়িত্ব পালন করার সময়ে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শ্যামল সরকারের আকস্মিক মৃত্যু হয়। তার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে সমবেদনা জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30