সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
টাঙ্গাইলে বাসচাপায় আরমান রায়হান (২৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত আরমান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সড়ক ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, সকালে আরমান মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সাদত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি সাদত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে।