বুলবুল আহমদ/নবীগঞ্জ::
হবিগঞ্জের নবীগঞ্জে ৪জেলার সমন্বয়ে ২০১৯ সালে প্রতিষ্টিত মায়াবী সংগীতালয় একাডেমীর উদ্যোগে একাডেমীর উপদেষ্টা যুক্তরাষ্ট্র ইউএস ডটকম এর নির্বাহী সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার নবীগঞ্জ ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিস্থ এনটিভির অফিসে সংবর্ধনা সভাটি অনুষ্টিত হয়। মায়াবী সংগীতালয় একাডেমীর সভাপতি বাউল মোঃ লেবু সরকারের সভাপতিত্বে নবীগঞ্জ অনলােইন প্রেসক্লাবের সভাপতি ও মায়াবী সংগীতালয় একাডেমীর সাধারণ সম্পাদক বুলবুল আহমদ এর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড ইউএস ইকন এর সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। বক্তব্য রাখেন এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, মায়াবী সংগীতালয় একাডেমীর কোষাদক্ষ নবির হোসেন মধু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হালিম হৃদয়, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহশিন মিয়া, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হুমাউন কবির সহ আরো অনেকেই। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি আব্দুল বাছিত, শামীম সামাদ আহমদ, তারেক আহমদ, ফয়ছল চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক সংস্কৃতিক চর্চার মাধ্যমে সংগীতের কোন বিকল্প নাই। গান হচ্ছে মনের খুরাক। আপনি যতই ভাল শিল্পী হন না কেন? যদি আপনার হৃদয়ে দেশ প্রেম না থাকে তাহলে আপনি এগুতে পারবেন না।
বিদায়ী অনুষ্টান শেষ মুহূর্তে একাডেমীর সভাপতি বাউল মোঃ লেবু সরকার প্রধান অতিথির ঐতিহ্য ও চলমান প্রক্রিয়া নিয়ে বেহালা বাজিয়ে দুটি সংগীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে তুলেন। পরে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমাদের দেশে যেভাবে সংস্কৃতি চর্চা হওয়া উচিত তা হচ্ছে না। এক সময় বিভিন্ন এলাকায় বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেত। এখন টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে কাজ করার আহব্বান জানান তিনি।