বৃটেনে ছুরি সংশ্লিষ্ট হামলার সংখ্যা বৃদ্ধি: হার বেড়েছে এসেক্স,হার্টফোর্ডশায়ার এলাকায়ও

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

বৃটেনে ছুরি সংশ্লিষ্ট হামলার সংখ্যা বৃদ্ধি: হার বেড়েছে এসেক্স,হার্টফোর্ডশায়ার এলাকায়ও

লন্ডন অফিসঃ

 

বৃটেনে  ছুরি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পুলিশের রেকর্ড উধৃত করে এমন খবর দিয়েছে দ্য টাইমস। খবরে বলা হয়েছে বিগত  ৮ বছরে ছুরি বা ধারালো বস্তু সংশ্লিষ্ট হামলার সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। দেশটিতে ডাকাতির হার বৃদ্ধি পাওয়া এক্ষেত্রে বড় ভ’মিকা রেখেছে বলে সূত্রটি জানায়। বৃটেনের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর অনুসারে,গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ছুরি বা ধারালো বস্তু সংশ্লিষ্ট হামলা হয়েছে ৪৪ হাজার ৭৭১টি। এছাড়া অবৈধ ছুরি রাখার ঘটনা ঘটেছে ২১ হাজার ৫০০টি।

 

এদিকে,দেশটির  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান অনুসারে, ২০১৫ সাল থেকে বৃটেনের সকল ধরণের অভিযোগের মামলা দায়েরের হার কমেছে ৭.৩ শতাংশ। এর মধ্যে মাত্র ১.৩ শতাংশ ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে মামলা দায়ের হয়েছে। কমেছে হত্যাকাণ্ডের ঘটনাও। ২০১৮ সালের তুলনায় তা কমে তা দাঁড়িয়েছে ৬১৭টিতে।

 

সকল ধরণের অপরাধ বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ। এর মধ্যে ডাকাতির ঘটনা বেড়েছে ১২ শতাংশ। দেশজুড়ে গত বছর ৮২ হাজার ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহনির্যাতন ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৫ হাজারে। এছাড়া, যৌন নিপীড়ন ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজারে।
দ্য টাইমস জানায়, গত বছরের বেশিরভাগ বড় ধরণের ছুরি হামলাগুলো হয়েছে লন্ডন, ওয়েস্ট মিডল্যান্ডসের মতো মেট্রোপলিটান এলাকাগুলোয়। তবে এসেক্স, হার্টফোর্ডশায়ারের মতো এলাকাগুলোতেও এ ধরণের হামলার হার বেড়েছে।

এলবিএন/০৬/এফ/এস/৭০-২

Spread the love