সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সম্প্রতি সরস্বতি পূজার সময় গোপালটিলায় একই সংঘের সাথে পূজা উদযাপন করে দ্বীপ ও সৈকত। কিন্তু পূজার পরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। পরে আয়-ব্যয়ের হিসাব থেকে সৃষ্ট এ দ্বন্দ্ব গড়ায় সিনিয়র-জুনিয়রে। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিষয়টি নিয়ে কয়েক দফা ঝামেলা হয়েছে।
এরই সুত্র ধরে বৃহস্পতিবার সিলেট নগরীর টিলাগড় এলাকায় রাতে মারামারিতে জড়ায় দু’পক্ষ এতে খুন হন দ্বীপ নামের ছাত্রলীগ কর্মী। এসময় সৈকত ও তার সাথে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে দ্বীপ ও শুভর উপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী গ্রীণহিল স্টেট কলেজের ছাত্র। সে নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপক দে’র ছেলে।
এদিকে, বৃহস্পতিবার রাতেই এ হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় নামের ঐ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যপারে শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পূজার টাকা নিয়ে বিবাদে দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। এসময় অভিষেক দে দ্বীপ নিহত হয় এবং সৈকত আহত হয়। সৈকতকে আহত অবস্থায় আটক করা হয়েছে। সে বর্তমানে পুলিশী প্রহরায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন থাকায় এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকে পুলিশ সচেষ্ট রয়েছে।