সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অজ্ঞাতনামা (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে রানীগাঁও ইউনিয়নের সরকারগাও গ্রামের যোগী টিলা নামক স্থান থেকে অজ্ঞাতনামা যুবতীর লাশটি উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে মাধবপুর সার্কেল এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, এস.আই সামিউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা যুবতীর পরিচয় উদঘাটনের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে।