সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃতি সন্তানদের নিয়ে মিলনমেলা ও এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল হক মেম্বারের উদ্যোগে ইছামতি বাজার সংলগ্ন মাঠে এ পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল।
সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ পরেশ সিংহ। বনগাঁও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সিরাজুল হকের সভাপতিত্বে ও আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি সদস্য সুনু মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্বপন কুমার সিংহ। বক্তব্য রাখেন, ছনবাড়ী মনিপুরী সমাজকল্যান সমিতির সভাপতি নিশিকান্ত সিংহ, যুবলীগ নেতা মিলন কুমার সিংহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র সিংহ, অধ্যাপক নীল মাধব সিংহ প্রমুখ। সভায় সফট ওয়ার ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা তারেক আহমদ সোহাগকে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সংবর্ধিত করেন।
এ ছাড়া ওয়ার্ডের ছনবাড়ী, ধনিটিলা, লুবিয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা পুলিশ বিভাগে চাকুরীরত হুমায়ুন কবির, শিপন সিংহ,সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন, ইন্দ্রমনি সিংহ, হারুনুর রশিদ, রনজিত সিংহ, তারেক আহমদ ডালিম, সুব্রত সিংহ, সামছুল হাসান, হিরা বাবু সিংহ, তারেক হোসেন জসিম, আব্দুল হক মনির, আরিফুজ্জামান, নিহার সিংহ, ্বিজিবি দ্বীপন সিংহ, আজিজুর রহমান, সেনা সদস্য জাকারিয়া হোসন, শাবির অধ্যাপক সৌমিক সিংহ, প্রভাষক নীল মাধব সিংহ, ডাঃ সিধু সিংহ, সত্যব্রত সিংহ, অধ্যাপক নীল কুমার সিংহ ,ডাঃ পরেশ সিংহসহ ওয়ার্ডের ৪২জন কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়।