সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাধের মাটি কাটার সময় এক্সেভেটর মেশিনের আঘাতে ছানা উল্লাহ (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে মাটি কাটার সময় এক্সেভেটর মেশিনের আঘাতে ছানা উল্লার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।