সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
স্টাফ রির্পোটার::
সিলেট নগরীর চালিবন্দর এলাকা থেকে নিখোঁজের প্রায় আড়াই মাস পর সন্ধান মিলেছে স্কুল ছাত্র অঞ্জনাভ শ্যাম পিয়ালের (১৫)।
বৃহস্পতিবার সকালে তার পরিবার সন্ধান পায় বলে জানা গেছে । বর্তমানে সে নরসিংদী জেলার মনোহরদী থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পিয়ালের বাবা এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী জানান, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় বিজ্ঞাপন দেখে নরসিংদী জেলার মনোহরদী থেকে একজন লোক তার সাথে যোগাযোগ করেন। পরে সেখান থেকে পিয়ালের ছবি পাঠালে তারা ঐ ব্যাক্তিকে নিশ্চিত করেন।
প্রসংগত::
গত ৬ নভেম্বর সিলেট নগরীর চালিবন্দর এলাকার বাসা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অঞ্জনাভ শ্যাম পিয়াল (১৫) নিখোঁজ হয়।