সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
নানা জটিলতা পেরিয়ে চার বছর প্রায় শেষের দিকে ‘পেয়ারার সুবাস’ পেতে শুরু করেছে দর্শক। সোমবার জয়া আহসানের ডাবিং দিয়ে শেষ হলো সিনেমাটির সিংহভাগ কাজ। এখন বাকি শুধু কালার গ্রেডিং, সাউন্ড ও আবহ সংগীত। এই কাজগুলোও দ্রুত শেষ হয়ে যাবে বলে আশা করছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল।
ডাবিং শেষে প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেত্রী জয়া আহসানও ‘পেয়ারার সুবাস’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অবশেষে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে, এটা বড় সুখবর। আশা করি চলচ্চিত্রটি নতুন কিছু নিয়ে দর্শকের মাঝে উপস্থিত হবে।
এ প্রসঙ্গে নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প এটি; যা প্রায় প্রতিটি বাঙালি নারীর অভিজ্ঞতাকে উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করছি।
সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মিত ‘পেয়ারার সুবাস’-এ জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই। সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই-এর ব্যানারে।
“