আজ থেকে ওসমানীনগরে তিন দিন ব্যাপি অষ্ট্রপ্রহর নাম লীলা সংকীর্ত্তন

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

আজ থেকে ওসমানীনগরে তিন দিন ব্যাপি অষ্ট্রপ্রহর নাম লীলা সংকীর্ত্তন

অন্তরা চক্রবর্তীঃ
সিলেটের ওসমানীনগরে যুব সমাজের উদ্যোগে বিশ্ব মঙ্গল কামনায় তিন দিন ব্যাপি অষ্ট্রপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। আজ বুধবার উপজেলার দাশপাড়া আদি কালী বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহাউৎসব পরিচালনা করবেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রী অদ্বৈতধাম থেকে আগত গদাধর দাস বৈষ্ণব।

 

অষ্টপ্রহর ব্যাপি নাম লীলা সংকীর্ত্তনে যখন যা অনুষ্ঠিত হবে:

 

স্থানীয় পাঠকদের অংশ গ্রহনের বুধবার সন্ধ্যা ৫ টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,
বেতার ও টেলিভিশনের শিল্পদের অংশ গ্রহনের সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে ভজন সঙ্গীত।
রাত ৮ টায় অষ্টপ্রহর ব্যাপি হরিনাম মহাযজ্ঞ মহা উৎসবের মঙ্গল ঘট স্থাপন। পরিচালনা করবেন ভারত থেকে আগত শ্রীযুক্ত সুষেন বৈদ্য।
বৃহস্পতিবার ভোর থেকে অষ্টপ্রহর ব্যপি নাম লীলা সংকির্ত্তনের শুভারম্ব।
দুপুর ১২ টা ভোগ আরতী, দুপুর ২ টা থেকে মহা প্রসাধ বিতরণ।
শুক্রবার সকাল ৮ টায় কলঙ্ক মোচন, ১১ টায় দধিভান্ড ভঞ্জন ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত ঘটবে এই নাম লীলা সংকির্ত্তনের।

 

অনুষ্টানে নাম ও লীলা পরিবেশন করবেন,

 

ভারত থেকে আগত শ্রীযুক্ত জগন্নাথ দাস গোস্বামী।
ভারত থেকে আগত শ্রীযুক্ত সুষেন বৈদ্য।
ভারত থেকে আগত শ্রীযুক্তা অশোকা দাসী লস্কর ।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্রীযুক্ত মুক্তপদ দাস।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্রীযুক্ত নিখিল দেবনাথ।

উক্ত নাম ও লীলা সংকীর্ত্তনে প্রতিটি পর্বে সকল সনাতনীদের উপস্থিত থকে হরি নাম ও লীলা শ্রবণ ও মহা প্রসাধ আশ্বাধনের অনুরুধ জানিয়েছেন সনাতনী যুবসমাজের আয়োজকরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031