সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ সেনা নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালের দিকে বহুসংখ্যক সন্ত্রাসী দলবদ্ধভাবে সিরিয় সেনাবাহিনীর ওপর ভয়াবহ হামলা চালায়।
সানা জানিয়েছে, জাবহাত ফতেহ শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সিরিয় সেনাদের উপর এই হামলা চালায়।
সিরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, এরইমধ্যে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো হয়েছে এবং সন্ত্রাসীরা যাতে সামনে এগুতে না পারে তার ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালায় এবং এতে বহু সন্ত্রাসী নিহত ও তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস হয়। গত ৫ আগস্ট সিরিয়ার সামরিক বাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল। সিরিয়ায় তত্পর বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।