সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
কুয়েত অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সাইফুর রহমান ত্বকী দ্বিতীয় স্থান লাভ করেছেন। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহম’দ আল জাবের আল সাবাহ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় এবার বিশ্বের ৭০টি দেশের ১২৩ জন প্রতিযোগীর সঙ্গে ৩০ পারা হেফজ গ্রুপে অংশগ্রহণ করে হাফেজ ত্বকী দ্বিতীয় স্থান লাভ করে। গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় গত ১৯ এপ্রিল। বিশ্বব্যাপী কুরআনের প্রচার ও প্রসারের লক্ষ্যে কুয়েতের আওকাফ মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করে। হাফেজ সাইফুর রহমান ত্বকি রাজধানীর যাত্রাবাড়িস্থ।
আন্তর্জাতিক পুরস্কার প্রা’প্ত অসংখ্য কারী ও হাফেজ ছাত্রদের ওস্তাদ হাফেজ ক্বারী নেছার আহম’দ আন-নাছিরি পরিচালিত মা’রকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মা’দরাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়া জে’লার শাহবাজপুর গ্রামের হাফেজ মো. বদরুল আলমের ছেলে। হাফেজ সাইফুর রহমান ত্বকী এনটিভিতে প্রচারিত পিএইচপি কুরআনের আলো হিফজ প্রতিযোগিতায় ২০১৪ সালে ৩০ হাজার হাফেজদের পেছনে পেলে প্রথম স্থান অর্জন করে। এ ছাড়াও একাধিকবার জাতীয় পুরস্কার লাভ করে। হাফেজ সাইফুর রহমান ত্বকীর এ অসামান্য গৌরব অর্জনে তাঁর প্রতি রইলো প্রাণঢালা অ’ভিনন্দন। আল্লাহ তাআলাকে কুরআনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। আমিন।
কোরআন গ্রুপে তিনি অংশগ্রহণ করবেন। ১২ এপ্রিল থেকে শুরু বদরুল আলমের সন্তান। একাধিকবার জাতীয় পুরস্কার ছাড়াও হাফেজ সাইফুর রহমান ত্বকী এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো হিফজ প্রতিযোগিতায় ২০১৪ সালে ৩০ হাজার হাফেজদের পেছনে পেলে প্রথম স্থান অর্জন করেন। তিনি যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমা’দ আন নাছিরী পরিচালিত মা’রকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মা’দরাসার ছাত্র
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |