প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের একাধিক স্থান ভেঙে অবৈধভাবে চলছে মাটি উত্তোলন,একের পর এক ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা,এতে কেউ কেউ হচ্ছেন পুঙ্গ অনেকের হচ্ছে মৃত্যু। কিন্তু এক শ্রেণীর অবৈধ মাটি উত্তোলনকারী ও অবৈধ মাটি ব্যবসায়ীরা নিজের স্বার্থের জন্য মাটি উত্তোলন করে বিনষ্ট করে দিচ্ছে এলাকার ফসলী জমি,নষ্ট করে দিচ্ছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ঢাকা সিলেট মহাসড়ক।
তারা ট্রাষ্টর যুগে দীর্ঘদিন যাবত করে আসছে মাটি পাচার,এই অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে দেযা হয় হুমকির বার্তা, এলাকার পরিবেশ বিনষ্টকারীদের রয়েছে অনেক ক্ষমতা।তাদের এসব অনিয়ম দুর্নীতি দেখেও মুখ খোলে কথা বলার সাহস পাচ্ছেনা ভুক্তভোগীরা, রবিবার ৩১শে জানুয়ারী দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল সদর,উত্তর অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়।মহাসড়কের একাধিক স্থান ভেঙে ট্রাষ্টর যুগে অবৈধভাবে চলছে মাটি পাচার।এতে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
নিজের স্বার্থের জন্য সরকারী রাস্তা ভেঙে অবৈধভাবে মাটি পাচারের দায়ে রবিবার দুপুরে সুমন মিয়া নামে এক মাটি উত্তোলনকারীর একটি ট্রাষ্টর আটক করে থানায় নিয়ে আসে বাহুবল মডেল থানা পুলিশ।এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন আইন কি শুধু গরীবের জন্য-?