সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃঃ
অং সান সু চির ডান হাত বলে পরিচিত আরেক সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে মিয়ানমার সেনা বাহিনী। এদিকে, দেশটির বন্দি সব নেতাকে ছেড়ে দিতে আবারো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি- এনএলডি’র সিনিয়র নেতা উইন হেতেইনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের সেনাবাহিনী।
এরপরই নেপিডো-ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন জায়গায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। নানা বিধিনিষেধের পরও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে সামরিক বাহিনীর শাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন থেমে নেই। এতে যোগ দিচ্ছেন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে, সু চিসহ বন্দি নেতাদের মুক্তি ও ক্ষমতা ছাড়তে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এ ব্রিফিংয়ে চীনসহ সব দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বমানের করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।