হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের আউশকান্দি অভিযোগ কেন্দ্রের আওতাধীন দেওতৈল গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাইট অব ওয়ে লাইনের নিকটবর্তী ডালপালা কর্তনকালে পল্লী বিদ্যুতের দুই শ্রমিককে জুতাপিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
সুত্রে জানা গেছে- গতকাল শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের ওই এলাকায় পল্লী বিদ্যুতের শ্রমিকগন গাছের ডালপালা কাটতে যান আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত তখলিছ মিয়ার পুত্র মোঃ ছালিক মিয়ার বাড়িতে। গাছের ডাল কাটতে গেলে ছালিক মিয়া বাঁধা প্রদান করে।
এতে শ্রমিকগন তাদের কাজে বাঁধা না দিতে অনুরোধ করলে ছালিক ক্ষিপ্ত হয়ে সরকারী কাজে নিয়োজিত নাটোর জেলার সিংড়া উপজেলার দ্বি পাকুড়িয়া গ্রামের মৃত আলী হাসানের পুত্র সাগর আহমদ (১৮), ওই উপজেলার পশ্চিম কালাইকুড়ি গ্রামের মৃত ইসমাঈল হোসেনের পুত্র জিল্লুর রহমান (৪৫)কে জুতাপেটা করে ছালিক মিয়া সহ আরো কয়েকজন। পরে অন্যান্য শ্রমিকগন তাদের উদ্ধার করে স্থান ত্যাগ করেন । ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডিজিএম আলীবর্দী খাঁন সুজন বলেন- এঘটনায় আমরা মামলা করেছি। যাহাতে সুস্থ বিচার পাই।