সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলেক মিয়া নামের এক ৬৫ বছরের বৃদ্ধ খুন হয়েছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও (আমিনপুর) মৃত মাছিম উল্লার ছেলে। এ ঘটনায় বৃদ্ধের দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, ৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে স্ত্রীর হাতে বৃদ্ধ স্বামী আলেক মিয়া খুন হন। ভারী কোন বস্তু যা স্থানীয় ভাষায় (গর্দার) আঘাতে বৃদ্ধ আলেক মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ৬ ফেব্রুয়ারি শনিবার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, স্ত্রীর হাতে স্বামী খুন কিনা এখনই বলা যাচ্ছে না। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। সে গ্রেফতার হলেই ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।