সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
লন্ডন বাংলা স্পোর্টস ডেস্কঃঃ
সব আলোচনা ছাপিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাহোরের স্থানীয় সময় রাত সাড়ে ১০টার পরে পৌঁছান ক্রিকেটাররা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেইজ এক টুইটে টাইগারদের নিরাপদের পৌঁছার কথা নিশ্চিত করা হয়।
বুধবার রাত আটটায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশের টাইগাররা। আগামীকাল বিশ্রাম নিয়েই পরদিন থেকেই খেলতে নামবেন তারা । ২৪ তারিখ প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতিয় টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে সবগুলো ম্যাচই।