লন্ডন প্রবাসী মুফতি মিয়া কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নির্বাচিত

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

লন্ডন প্রবাসী মুফতি মিয়া কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নির্বাচিত
Spread the love

৬৮ Views
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পাটির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারায় মোতাবেক দলের অন্যান্য পদের সাথে নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যের নাম গোষণা করা হয় ৷ ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাসরত তারুণ্যের অহংকার বার্মিংহাম ও মিডল্যান্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালনের মাধ্যমে সকল নেতা-কর্মী ও সদস্যদের সাথে দলের আদর্শে উজ্জীবিত করে সৌহার্দ্য , সম্প্রীতি আর সৌজন্যতা দিয়ে সবার মনের মনিকোঠায় স্থান করে নেয়া মোঃ মুফতি মিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
আনন্দের এ সংবাদে মোঃ মুফতি মিয়া বার্মিংহাম ও মিডল্যান্ড সহ যুক্তরাজ্যের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় ভালোবাসায় সিক্ত হচ্ছেন ৷নবনির্বাচিত মোঃ মুফতি মিয়া টেলিফোনে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে বার্মিংহাম ও মিডল্যান্ড জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি ৷ জীবনে কখনো ভাবিনি আমার আদর্শের ঠিকানা জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবো ৷
ৎআমার প্রানপ্রিয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেব আমার মতো তৃণমূলের একজন নগন্য কর্মীকে যে মূল্যায়ন করেছেন তাতে আমি উচ্ছসিত, উজ্জীবিত ৷ পল্লীবন্ধু মরহুম এরশাদের গ্রাম-বাংলার দর্শন বাস্তবায়ন আমার অঙ্গীকার ৷নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে অর্পিত দায়িত্ব পালনে আমি প্রতিস্তুতিবদ্ধ ৷ সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি ৷এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সা‌বেক সফল মন্ত্রী প‌রিচ্ছন্ন রাজনী‌তি‌বিদ জনতার বন্ধু জনাব জিএম কাদের এম‌পি ম‌হোদয় এবং জাতীয় পা‌র্টির সু‌যোগ্য মহাস‌চিব সা‌বেক মন্ত্রী জাতীয় সংস‌দের বি‌রোধী দলীয় চীফ হুইপ জনাব ম‌শিউর রহমান রাঙ্গা এমপি মহোদয়কে জানাই আন্ত‌রিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930