সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে ২য় পর্যায়ে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
কর্মশালায় উপজেলার বিভিন্ন কৃষক সমিতির ৩০জন সমবায়ীকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির। এউপলক্ষে ছাতক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তিতুমিরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পজীপ কর্মকর্তা শফিকুল ইসলাম, সমবায়ী মাষ্টার আওলাদ হোসেন, রইছ আলী, সাচ্ছা আবেদীন, সৈয়দ মেহেদী প্রমূখ।