সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
শ্রীমঙ্গল র্যাপিড এ্যাকশন -৯ ব্যাটালিয়ন ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। বৃহস্পতিবার রাতে মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়ার চাতলাপুর থেকে ইয়াবাসহ কুলাউড়ার ইটার ঘাটের রহমত আলীর ছেলে আহমদ আলী (৩২) মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃতকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুর থানা ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে ইয়াবাসহ মো. জয়নাল মিয়া (২৬) নামে আরো একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।বৃহস্পতিবার সন্ধ্যায় মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মো. জয়নাল মিয়াকে আটক করেন। জয়নাল হবিগঞ্জের আলাবকসপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।