শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল সিলেট ইউনাইটেড ক্লাব দল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল সিলেট ইউনাইটেড ক্লাব দল চ্যাম্পিয়ন

সালাহ্উদ্দিন শুভ/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো সিলেট ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শমশেরনগর চা বাগান মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিযোগিতা মূলক খেলায় প্রথমার্ধ গোল শূণ্যভাবে শেষ হয়।

 

 

তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে আঙ্গুরের দেওয়া গোলে সিলেট ইউনাইটেড ক্লাব ১-০ গোলে স্বাগতিক শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে সিলেট ইউনাইটেড ক্লাবের আঙ্গুর। ম্যান অব দি টূর্ণামেন্ট নির্বাচিত হয়েছে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি সবুজ দলের সৌরভ চাষা।

 

ফাইনাল খেলায় এবারই প্রথম এ অঞ্চলের প্রয়াত সাবেক ৭ ফুটবলারকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট ও প্রাক্তণ ১২ জন ফুটবলার ও সংগঠককে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি, ম্যাডেল, প্রাইজ মানি নগদ ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মছব্বিরের সভাপতিত্বে এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দরী, সাবেক বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির আহমদ হায়দরী, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুদীন চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক আহমদ (মানিক), শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031