সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
প্রতিনিধ/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান, আয়েছ মাহমুদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান ডিউটি করার সময় দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
আটক দুইজন হলেন, উপজেলার বেমাড়ীটিলা এলাকার মৃত রবিদাস বারাইকের ছেলে মিন্টু বারাইক (৩৮) ও হাজারীভাগ (পাত্রখোলা) এলাকার মৃত দিগেশ মুন্ডার ছেলে দিনেশ মুন্ডা (৬০)।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।