সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
লন্ডন অফিসঃ
বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল যুক্তরাজ্যের লন্ডন মহানগর, লন্ডন সিটি, সেন্ট্রাল লন্ডন ও ইস্ট লন্ডন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।২৫ ফেব্রুয়ারী যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক মোশারফ হুসাইনের যৌথ স্বাক্ষরিত যুক্তরাজ্য যুবদলের চার ইউনিটের কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটিগুলোর নেতৃবৃন্দরা হলেন।
লন্ডন মহানগর যুবদল: সভাপতি সিরাজুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক নিয়ামুল হক মেক্সিম।
লন্ডন সিটি যুবদল: সভাপতি তাজ উদ্দিন আহমদ আকমল ও সাধারন সম্পাদক শাহজাহান আহমদ সম্রাট।
সেন্ট্রাল লন্ডন যুবদল: সভাপতি হাসান আহেমদ ও সাধারণ সম্পাদক মাসরুল হোসাইন।
ইস্ট লন্ডন যুবযদল: সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব রুবেল।
মঙ্গলবার লন্ডনের হোয়াইটচাপলস্থ আল হামরা রেস্টুরেন্টে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে যুক্তরাজ্যের চার ইউনিটের কমিটি ঘোষনা করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
কমিটি ঘোষনার প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, যুক্তরাজ্য যুবদল সব সময় সু সংগঠিত। ইউনিট কমিটি ঘোষনার ফলে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্ধিপনা বৃদ্ধি পাবে। আওয়ামী কারাগারে বন্দি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আন্দোলন নতুন নেতৃত্বের মাধ্যমে আরো বেগবান হবে ।