নবীগঞ্জে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও হ্যাপী মিল ডে পালিত

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

নবীগঞ্জে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও হ্যাপী মিল ডে পালিত
Spread the love

৮৪ Views
বুলবুল আহমদ, নবীগঞ্জ প্রতিনিধি ॥
ধনি গরীবের সমতায়, অসহায়রা থাকুক মমতায়’ এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে সুবিধা বঞ্চিত, দরিদ্র লোকজন ও এতিমখানার শিশুদের নিয়ে ‘হ্যাপী মিল ডে-২০২০’ পালন করা হয়েছে। ‘নবীগঞ্জ অনলাইন গ্রুপ’ কর্তৃক বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এই আয়োজন করা হয়। এম মধ্যে শহরের ওসামনী রোডস্থ দারুল ‘উলুম মাদ্রাসা প্রাঙ্গনে, ইনাতগঞ্জে, আউশকান্দি, ঘোলডুবা ও ইমামবাড়ী এলাকায় একযোগে একবেলা খাওয়ানোর জন্যেই প্রায় সাড়ে ৩শ জনের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান- ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রকমের দিবস পালন করা হয় কিন্তু গরীব অসহায় দুঃস্থ মানুষের কথা মাথায় রাখেনা। যাতে প্রতিবছর সারা দেশে হ্যাপী মিল ডে নামে এই দিবস ছড়িয়ে পড়ে এটাকে মাথায় রেখে নবীগঞ্জ উপজেলায় ২য় বারের মতো এর আয়োজন করা হয়। এর আয়োজন করেন, তমিম চৌধুরী, শেখ জামাল হোসাইন, সাইদ রহমান, ফিরুজ খান, নূরজাহান ইসলাম, জুবায়ের আহমেদ, মাসুম আলম, তোফাজ্জুল হোসেন, এখলাছুর রহমান, শুভ, আল আমিন।
নবীগঞ্জের খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, যুগ্ম সস্পাদক ছনি চৌধুরী, সদস্য আশরাফুল ইসলাম, আশরাফুল চৌধুরী হাসান প্রমুখ। এছাড়াও আউশকান্দিতে দারা মিয়া, মুজিবুর রহমান, হাফিজুর রহমান, ইমামবাড়ীতে সামছু মিয়া, ইমরান মিয়া, ঘোলডুবার প্রিন্স আল হাসান, ইনাতগঞ্জে সিমন আহমদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930