প্রতিনিধি/বিশ্বনাথঃ
বিশ্বনাথে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোগে উপজেলার ৩ জন বীমা গ্রাহকের পরিবারের সদস্যদের মাঝে ১৫ লাখ ১০ হাজার ৬৬০ টাকার মরনোত্তর দাবীর চেক প্রদান করা হয়েছে। ‘১ম জাতীয় বীমা দিবস’ উপলক্ষ্যে রোববার উপজেলা প্রশাসন আয়োজিত র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা চলাকালে চেকগুলো বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।
মরনোত্তর দাবীর চেকপ্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের মৃত শফিক মিয়ার নমিনী হোসনা বেগম (স্ত্রী) ১৩ লাখ ৯১ হাজার ২৮০টাকা ও প্রতাবপুর গ্রামের মৃত আশিক আলীর নমিনী আছিয়া বেগম (স্ত্রী) ৪৪ হাজার ২৬০ টাকা এবং ওসমানীনগর উপজেলার বড় দিরারাই গ্রামের মৃত তাহির আলীর নমিনী পারভীন বেগম (স্ত্রী) ৭৫ হাজার ১২০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট জাফর আহমদ, বিশ্বনাথের জোনের জোনাল ইন-চার্জ আবদুল মুতলিব মতিন, তাজিরুন নেছা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান, বিশ্বনাথ শাখার ইন-চার্জ হেলাল আহমদ লিটন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ নূর উদ্দিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ মাহতাব উদ্দিন প্রমুখসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীসহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর বীমাকর্মী।