সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
প্রায় ১১ বছর পর ছাতক সিমেন্ট কারখানার সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি শ্রমিক সংগঠনের নিজস্ব পৃথক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকরে। ছাতক সিমেন্ট কারখানার সর্বশেষ সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চির প্রতিদ্বন্ধী শ্রমিক ইউনিয়ন বি-৮০ লাল পতাকা প্রতীক ও শ্রমিক ইউনিয়ন ১৬৬২ হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেছে। সিবিএ নির্বাচনে ৪’শ ভোটারের মধ্যে ৩’শ ৮৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৬৬২ সমর্থিত ৩’শ ২২ ভোট পেয়ে হাতুড়ি প্রতীক বিজয়ী হয়েছে।
পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বি বি-৮০ সমর্থিত লাল পতাকার পক্ষে ভোট পড়েছে ৬১টি। ১টি ভোট বাতিল বাতিল করা হয়েছে। নির্বাচনী কোন উত্তাপ বা উত্তেজনা ছাড়াই সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। রীতি অনুযায়ী বিজয়ী শ্রমিক সংগঠন রেজি নং ১৬৬২ সিবিএর কার্যকরী কমিটি গঠন করবে। প্রায় ১১ বছর পর আবারো নির্বাচিত প্রতিনিধিরা সিবিএ’র প্রতিনিধিত্ব করবেন।
নির্বাচন পরিচালনায় কমিশনারের দায়িত্বে ছিলেন শ্রম কল্যান মন্ত্রনালয় সিলেটের উপ-পরিচালক কাজী শহীদুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেছেন শ্রম কল্যান মন্ত্রনালয় সিলেটের নাসির উদ্দিন, প্রশান্ত কুমার, তোফায়েল আলম, সবুজ মিয়া। নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ, কারখানার সিকিউরিটি ও আনসার বাহিনীর লোকজন। কারখানার দু’টি শ্রমিক সংগঠনের অংশ গ্রহনে শান্তিপুর্ণ ও অবাধ-নিরপেক্ষ সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন কমিশনার কাজী শহীদুল ইসলাম জানিয়েছেন।