সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জে ঋণের জ্বালা সহ্য করতে না পেরে আকল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।আকল মিয়া শহরতলীর পইল ভাঙারমুখ গ্রামের আব্দুল করিমের ছেলে।
আকল মিয়ার ভাই আইয়ুব আলী জানান, সংসারের অভাবের তারণায় প্রচুর পরিমাণ ঋণগ্রস্থ হয়ে পড়েন আকল মিয়া। সম্প্রতি ঋণের জ্বালায় তিনি ভেঙে পড়েন। কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে গিয়ে বিষপাণ করে চটপট করতে থাকেন। বিষয়টি পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- ‘বৃদ্ধের মৃত্যুর বিষয়টি আমাদেরকে অবগত করা হয়েছে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে এখনও কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’