সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
ক্রীড়া প্রতিবেদ/ সিলেটঃঃ
টসে হেরে ব্যাটিং এ নেমে বাংলাদেশ ক্রিকেটের শুরু বেশ জমে উঠেছে। লিটন দাস আর তামিম ইকবালের ব্যাটে ১০০ রানে পৌঁছল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। ১৮ ওভার ২ বল খেলে বাংলাদেশের স্কোর ১০০/০।
এর আগে পাওয়ার প্লেতে বাংলাদেশ ৫৩/০। লিটন দাস নিজেকে গুটিয়ে নিয়ে শুরুতে বেশ সাবধানী ছিল। সে সময় রানের চাকা সচল রেখেছিলেন তামিম ইকবাল। পরে লিটনও শট খেলতে শুরু করায় বেড়েছে রানের গতি।এ পর্যন্ত ৪৭ বল খেলে তামিমের ৪০ এবং ৬৩ বল খেলে লিটনের ৬০।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে চার বদল এনেছে। এই ম্যাচে ওয়ানডেতে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।