মমতাজের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

মমতাজের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস, যুবক গ্রেপ্তার

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

জনপ্রিয় সংগীত শিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মাছুম বিল্লাহ।তিনি শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত রোববার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ফেসবুকে এমপি মমতাজ বেগমের উদ্দেশে আপত্তিকর স্ট্যাটাস দেয় মাছুম বিল্লাহ। এ ঘটনায় মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ওই মামলায় মাছুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930