সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
ডেস্ক রিপোর্টঃঃ
সেন্ট্রাল লন্ডনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। লন্ডনের ওয়েস্টমিনিস্টারে রবিবার রাত সাড়ে ১১টায় দুইটি ছুরি হাতে পুলিশকে চ্যালেঞ্জ করলে টহলরত পুলিশ তাকে গুলি চালায়। এতে তার মৃত্যু হয়। এঘটনায় আর কেউ আহত হয়নি বলে জানিয়েছে বিবিসি।এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাস সম্পর্কিত কিনা তা তদন্ত করা হচ্ছে। তবে ওই এলাকায় বেশ কয়েকটি সড়ক বন্ধ করে রাখা হয়।
এদিকে ক্রয়ডন বারার সাউথ নর্থউড এর হোয়াইটহর্স লেইনে চুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় দুই ঘটনা ঘটে। পুলিশ জানায় তাকে বাসে ছুরিকাঘাত করা হলে সাথে সাথে জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস আসে। কিন্তু প্রায় ৪০ মিনিট পর তার মৃত্যু হয়। এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশকে সেকশন ৬০ এর অধিনে স্টপ এন্ড সার্চের ক্ষমতা দেয়া হয়েছে উক্ত এলাকায়।