আউশকান্দিতে আর্ন্তজাতিক সুন্নি কনফারেন্স:ধর্মপ্রাণদের ঢল

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

আউশকান্দিতে আর্ন্তজাতিক সুন্নি কনফারেন্স:ধর্মপ্রাণদের ঢল
বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়। লক্ষাধিক ধর্ম প্রান মানুষের সমাগমে লোকে লোকারণ্য হয়ে উঠে আউশকান্দি বাজার সংলগ্ন জোয়াল ভাঙ্গা হাওর। সেখান থেকে সুন্নিয়তের ঐক্যের ডাক দেন ইসলামিক স্কলারগন। উক্ত সুন্নি কনফারেন্স উলামা মাশায়েখদের মিলন মেলায় পরিনত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোঃ শাহনওয়াজ মিলাদ ও আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন।
কনফারেন্স কমিটির সম্বনয়কারী সাংবাদিক এম,এ আহমদ আজাদ ও ইমরান আহমদ রেজার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মুফতি ড. সাইয়্যেদ মোঃ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (জৈনপুর), আল আজহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি ড, সৈয়দ হাসান আল আজহারী, ভারতের ফুরাফুরা দরবার শরীফের খলিফা মুফতি ড. শাহ মোঃ আতাউল্লাহ বোখারী, মুফতি নেছার আহমদ চাঁদপুরী, মুফতি আলাউদ্দিন জেহাদী, মাওলানা হাসানুর রহমান হোসাইন নকসেবন্দী, শায়খুল হাদিস মুফতি মোতালেব হোসেন সালেহী, মুফতি জহিরুল ইসলাম ফরিদী,
মাওলানা মোশাররফ হোসেন হেলালী, মাওলানা ছৈয়দ মোকাররম বারী চট্রগ্রাম, মুফতি ড. বাকি বিল্লাহ, মুফতি শহিদুল্লাহ বাহাদুর, মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরী, মাওলানা মুফতি হাসান সিরাজী, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মাওলানা মুফতি মোঃ লুৎফুল হুদা খান মানিকগঞ্জ, মাওলানা আফাজ উদ্দিন বুলবুল আত-ত্বাহেরী, মাওলানা মুশাহিদ আলী নবীগঞ্জী, হাফেজ জুবায়ের আহমদ, মাওলানা খলিলুর রহমান মনিরী আরো অনেকেই।
আলোচকগন বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে জঙ্গি ও উগ্রবাদের স্থান নেই। শান্তির ধর্ম ইসলাম, আল্লাহর কোরআন ও তার রাসুলের পথ অনুস্বরণ করাই হচ্ছে মুক্তির সঠিক পথ। কোরআন সুন্নাহ যারা মানে তারা মিলাদুন্নবী মানে। তারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর রাসুলের জন্ম দিন নিয়ে কোন বির্তক থাকতে পারে না।
Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31