পুরো জুন মাস বাংলাদেশে অবস্থান করবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

পুরো জুন মাস বাংলাদেশে অবস্থান করবে অস্ট্রেলিয়া
Spread the love

১২১ Views

ক্রিড়া প্রতিবেদকঃঃ

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী চলতি বছরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এমনিতেই আসার কথা ছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে সে সিরিজ কবে হবে কিংবা আদৌ হবে কি না, বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে অসিরা এ সফরে রাজি হবে কি না- সে ব্যাপারে সংশয়, সন্দেহও ছিলো।সেসব দূর করে বুধবার অবশেষে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুনের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে অসিরা। তবে এ দুই ম্যাচের জন্য প্রায় পুরো মাসই বাংলাদেশে অবস্থান করবেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।বিসিবির দেয়া সূচি অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই বাংলাদেশ পা রাখবে অসি ক্রিকেটাররা। পরে মূল সিরিজ শুরুর আগে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সে ম্যাচের সূচি বা ভেন্যু এখনও চূড়ান্ত করেনি বিসিবি। তবে এ ম্যাচটি মাঠে গড়ালে, প্রথমবারের তো কোনো টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার নজির গড়বে।

এরপর আগামী ১১ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। পরে ১৬ জুন রাজধানী ঢাকায় ফিরবে দুই দল। তিনদিনের বিরতির পর আগামী ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্টটি।উল্লেখ্য, এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। অর্থাৎ অসিদের বিপক্ষে একটি টেস্ট জিতলেও ৬০ পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ। আর ২-০ ব্যবধানে সিরিজ জিতলে ঝুলিতে জমা পড়বে পুরো ১২০ পয়েন্ট। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ১-১ ব্যবধানে ড্র হয়েছিল টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি: চারদিনের প্রস্তুতি ম্যাচ : জুনের প্রথম সপ্তাহ (তারিখ জানানো হবে)
প্রথম টেস্ট ম্যাচ : ১১-১৫ জুন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট ম্যাচ : ১৯-২৩ জুন, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

এদিকে একইসঙ্গে বাংলাদেশের আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের সূচিও প্রকাশ করেছে বিসিবি। আগামী ৮ মে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়বে টাইগাররা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও, এ সফরের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক ইংল্যান্ড। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ৩০ মে দেশে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি
১ম ম্যাচ : ১৪ মে, বৃহস্পতিবার, বেলফাস্ট
২য় ম্যাচ : ১৬ মে, শনিবার, বেলফাস্ট
৩য় ম্যাচ : ১৯ মে, মঙ্গলবার, বেলফাস্ট

টি-টোয়েন্টি সিরিজের সূচি
১ম টি-টোয়েন্টি : ২২ মে, শুক্রবার, কিয়া ওভাল, কেনিংটন
২য় টি-টোয়েন্টি : ২৪ মে, রোববার, কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড
৩য় টি-টোয়েন্টি : ২৭ মে, বুধবার, কাউন্ট গ্রাউন্ড, ব্রিস্টল
৪র্থ টি-টোয়েন্টি : ২৯ মে, শুক্রবার, এজবাস্টন স্টেডিয়াম।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930