সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
ক্রিড়া প্রতিবেদকঃ
নিজের প্রথম ওভারে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিয়েছেন শফিউল ইসলাম। ওভারের তৃতীয় বল আহসান আলী উড়িয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে মিড অফে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর হাতে গিয়ে জমা হয়।
এর আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তামিম ইকবাল সর্বোচ্চ ৬৫ রান করেন। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ফলে এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিজেদের করে নেবে পাকিস্তান।
বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারের ২য় বলে শাহীন শাহ আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার নাঈম শেখ। আর মোহম্মদ হোসাইনের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ বলে ৯ রান করা মেহেদি। দলীয় ৪১ রানে শাদাবের বলে এলবিডাব্লিউ হন লিটন। রিভিউ নিলেও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হওয়াতে ৮ রান করে মাঠ ছাড়তে হয় লিটনকে।
দ্রুত তিন উইকেট পতনের পর কিছুটা প্রতিরোধ গড়েছিল তামিম ইকবাল ও আফিফ হোসেন। কিন্ত মোহম্মদ হোসাইনকে ছক্কা মারতে গিয়ে হ্যারিচ রউফের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। ২০ বলে ২১ রান করেন আফিফ। আর রান আউটে কাটা পড়েন তামিম ইকবাল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন। ১৯.১ ওভারে হ্যারিচ রউফের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াল। আউট হওয়ার আগে তিনি ১২ বলে ১২ রান করেন।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান। অপরিবর্তিত আছে পাকিস্তান দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।
এলবিএন/২৫-জ/এস/৭০/০৭