সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার সকালে সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, মুক্তিযোদ্ধা কুতুব আলী, লাল মিয়া, নিজাম উদ্দিন, হেকিম আলী, ফকির খান, আব্দুল জব্বার, শাহজাহান মিয়া, ফজর উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।