৭ই মার্চ উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য ছাত্রলীগের আলোচনা সভা

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

৭ই মার্চ উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য ছাত্রলীগের আলোচনা সভা

লন্ডন অফিসঃঃ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ। গত ৯ মার্চ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগসহ সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর এই দিনের ভাষনে অনুপ্রানিত হয়েই বাংলার ছাত্র যুবক কৃষক ও সস্ত্রবাহিনীর সদস্যরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ছিলেন এবং ২৬ই মার্চের চুড়ান্ত ডাকে যুদ্ধে ঝাপিয়ে পড়ে মাত্র ৯ মাসে দেশ স্বাধীন করে।

 

যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন শিকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব নঈম উদ্দিন রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ভিপি খসরুজ্জামান খসরু, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক এস.এম. সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধরী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফসার খাঁন সাদেক, সৈয়দ সাদেক, কেমব্রিজ আওয়ামীলীগের সভাপতি মকসুদ রহমান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আকতার হোসেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খাঁন, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি সৈয়দ শামীম আহমেদ, শামসাদুর রহমান রাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব জামাল খাঁন, সৈয়দ আব্দুল মুমিন, জুবায়ের আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আয়াছ, কেন্ট যুবলীগের সভাপতি জুনেল আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদার, যুক্তরাজ্য সেচ্চাসেবকলীগের সহ-সভাপতি জনাব ফরহাদ আহমেদ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি জনাব তারেক আহমেদ, সাধারণ সম্পাদক জনাব ফয়সাল হোসেন সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ জুয়েল, রুহেল আহমেদ, এনাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবলু। ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকির আখতারুজ্জামান, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আবু মোহাম্মদ রায়হান শাকিল, ফখরুল কামাল জুয়েল, জাহিদ দেওয়ান, ওসমান মিয়া, নোমান আহমেদ, রুমান আহমেদ, জাকির হোসেন শফিকুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, শাহ দিদার এবং আরো প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

Spread the love