সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) গভীর রাতে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশের কপি কারাগারে আসে। পরে সকালে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে রায় পড়ে শোনান।
এ সময় দণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানান। দণ্ডপ্রাপ্ত আজহারুল আগামী এক সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশন জমা দিতে পারবেন।