হঠাৎ পরিবার নিয়ে হাতিরঝিলে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

হঠাৎ পরিবার নিয়ে হাতিরঝিলে প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

হঠাৎ করেই পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৬ মার্চ) রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা হোসেন পুতুল ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

 

মূলত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের মাহেন্দ্রক্ষণে প্রস্তুতি দেখতেই প্রধানমন্ত্রী সপরিবারে রাজধানীর হাতিরঝিলে উপস্থিত হয়েছিলেন। হাতির ঝিলে দশ মিনিট অবস্থান করেন এবং মুজিবর্ষের প্রস্তুতি ঘুরে দেখেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব সারোয়ার সরকার জীবন।

 

সূত্রমতে, রাত সাড়ে দশটায় হঠাৎ করেই প্রধানমন্ত্রী হাতিরঝিলে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে চান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম শেখ হাসিনা কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে রাতে গণভবন থেকে বের হন। এরপর হাতির ঝিলে উপস্থিত হয়ে মুজিবর্ষ উদযাপনের প্রস্তুতি দেখেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গেল ১১ বছরে প্রথমবারের মতো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কোনো অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে পরিবারের সদস্যদের নিয়ে রাতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031