সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
বুলবুল আহমদঃঃ
অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে এক শ্রেনীর বেশাধার জোয়ারী প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে চালিয়ে যাচ্ছি বড় অংকের টাকার বিনিময়ে জোয়া খেলা। এ সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ১টা ৩০মিনিটের সময় সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপি সিলেটের মোগলাবাজার থানাধীন কুশিঘাট এলাকার হবিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিকের আব্দুল বাছির মিয়ার চা দোকানের ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রী ঘাফলা গুটি ৪৮ পিস, মোবাইল ০৩টি, সীমকার্ড ০৩ টি, ০১ টি কলম, ০১টি টালী খাতা, এবং জুয়া খেলার নগদ ২,৯০০/-টাকাসহ ০৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলার গোগলাবাজার থানার গংগানগর গ্রামের মৃত নুরু মিয়ার পুত্র মোঃ রাসেল আহমেদ (৩৫), সিলেট জেলার মোগলাবাজার থানার এ/পি কুশিঘাট (ময়না মিযার কলোনী), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানাস্থ টুকেরঘাট গ্রামের মোঃ বাছিত মিয়ার পুত্র মোঃ কয়েছ মিয়া (২২), মোগলাবাজার থানার গংগানগর (ফয়সাল মিয়ার কলোনী) স্থানীয় ঠিকানা কানাইঘাট থানার সুরাইঘাট গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আব্দুল মন্নান (৫৫), মোগলাবাজার থানার কুশিঘাট গ্রামের (ময়না মিয়ার কলোনি) স্থাণীয় ঠিকানা ছাতক থানার শিমুলতলা গ্রামের মৃত আশ্রফ আলীর পুত্র মোঃ আজির উদ্দীন (৩৫)। পরে র্যাব উদ্ধারকৃত আলামত সহ গেস্খফতারকৃত আসামীদেরকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করেন। উপরোক্ত তথ্যগুলো সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।