সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে সুন্দরবনের সব পর্যটন এলাকা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে পর্যটন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সুন্দরবন বন বিভাগের বন সংরক্ষক (সিএফ) মো. মঈনুদ্দিন খান এ তথ্য জানান। তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সব ইকোট্যুরিজম স্পটে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গত বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো পর্যটকদের ইকোট্যুরিজম স্পটে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতি বছর শত শত দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করে। দেশি-বিদেশি এই পর্যটকদের জন্য সুন্দরবনে আকর্ষণীয় সাতটি পরিবেশবান্ধব পর্যটন স্পট রয়েছে। পর্যটন স্পটগুলো হচ্ছে-করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলার চর, নীল কমল (হিরণ পয়েন্ট) ও কলাগাছিয়া।