করোনা মোকাবিলায় যুক্তরাজ্যের লকডাউনের প্রস্তুতি

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

করোনা মোকাবিলায়  যুক্তরাজ্যের লকডাউনের প্রস্তুতি
Spread the love

৫৯ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের প্রস্তুতি নিচ্ছে লন্ডন। ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে পদক্ষেপ জোরদার করছে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। এর আওতায়, শুক্রবার থেকে দেশজুড়ে সকল স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দেশজুড়ে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে ২০ হাজার সেনা সদস্য। রাজধানী লন্ডনে লকডাউন জারির প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানে শহরজুড়ে বসানো হয়েছে ৪০টি টিউব স্টেশন। বন্ধ করে দেয়া হয়েছে বার ও রেস্তোরাঁগুলো।

 

দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার বিকেল থেকে বৃটেনজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সকল স্কুল। পাশাপাশি চলতি মৌসুমের সকল এ-লেভেল পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছে।করোনা মহামারীতে জর্জরিত হয়ে পড়েছে পুরো ইউরোপ। ভাইরাসটি সামলাতে হিমশিম খাচ্ছে অঞ্চলটির সরকাররা। বৃটেনে ভাইরাসটি মোকাবিলায় যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে বলে সমালোচিত হচ্ছে সরকার। এর মাঝে লন্ডন লকডাউন করে দেয়ার ও স্কুল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৬ জন। মারা গেছেন ১০৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে লন্ডনে। শহরটিতে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২৯ জন।

 

কর্মকর্তারা শহরটিকে ‘সুপার সংক্রমণকারীদের শহর’ হিসেবে আখ্যায়িত করেছেন। লকডাউনের অংশ হিসেবে, কমিয়ে দেয়া হবে পরিবহণ সেবাও। জারি করা হতে পারে আরো কঠোর ব্যবস্থাও।আজ বৃহস্পতিবার পার্লামেন্টে ভাইরাসটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে ক্ষমতা দেয়ার ব্যাপারে আইন পাসের কথা রয়েছে। এদিকে, ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় সকল কাজ বাতিল ঘোষণা করেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি শুক্রবার বাকিংহাম প্যালেস ছেড়ে উইন্ডসর ক্যাসেলে চলে যাবেন। সামাজিক দূরত্ব বৃদ্ধির অংশ হিসেবে সেখানে যাবেন তিনি।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930