সহিংসতা বাড়লে জরুরি অবস্থা জারি হতে পারে

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

সহিংসতা বাড়লে জরুরি অবস্থা জারি হতে পারে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেটাকে ঘিরেই উত্তপ্ত অবস্থা তৈরি হয়। গণমাধ্যম ও সামাজিকযোগাযোগমাধ্যমে আমরা যে ছবি ও ভিডিও দেখতে পেলাম তাতে মনে হচ্ছে, পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা যদি চলতে থাকে এবং তা সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে জরুরি অবস্থা জারির দিকে চলে যেতে পারে সরকার।

 

 

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সময় সহিংসতার ঘটনা বলা যেতে পারে মোঘল ট্র্যাডিশন। বর্তমান বাংলাদেশে সেটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রতিবার সিংহাসনে বা মসনদে কে বসবে তা নিয়ে যুদ্ধ হতো। উত্তরাধিকার সূত্রে আমরা এই ঐতিহ্য লাভ করেছি। তবে এটি একবিংশ শতাব্দীতে কাম্য নয়। দেশটা সবার। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, তার যে আত্মত্যাগ—সেটি মনে রেখে আমরা আমাদের পরস্পরের ভিন্নমত এবং সহাবস্থানে মনোযোগী হতে হবে।

 

এখানে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা আছে। তারা সহিংসতা চান না, তারা চান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। চটজলদি সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি তেমনও নয়। এর জন্য নতুন একটা জেনারেশন লাগবে। যে জেনারেশন এগুলো দেখে অভ্যস্ত সে জেনারেশনের মাইন্ডসেট পরিবর্তন হতে সময় লাগবে। আমরা ডেমোক্রেসির ইললিবারেল স্টেটে অবস্থান করছি। লিবারেল ডেমোক্রেসিতে পৌঁছাতে আমাদের সময় লাগবে।

 

 

 

হয়তো ২০৪১ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন আমরা উন্নত হবো তখন আমরা উদার গণতন্ত্রের পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবো। মূল বিষয়টি হলো—‘যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ।’ ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল নিশ্চিত করার মেকানিজম আমাদের আবিষ্কার করতে হবে। এটা করতে হবে সার্বজনীন স্বার্থে। সামগ্রিকভাবে সকলপক্ষকে এ কাজটা করতে হবে। যার যতটুকু ভূমিকা আছে তা পালন করতে হবে। এককভাবে সরকার বা বিরোধীপক্ষের দ্বারা সমস্যার সমাধান সম্ভব নয়। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা পালন করতে পারে। সমঝোতার উদ্যোগটি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে।

 

 

 

এর আগে আমাদের মনে আছে, জাতিসংঘের পক্ষ থেকে তারানকো সাহেব বাংলাদেশে এসেছিলেন। তার ধারাবাহিকতায় আলোচনা এগিয়ে নিতে হবে। আলোচনার পথ খোলা রাখতে হবে। আমরা যেহেতু অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু সংসদ নির্বাচন করতে পারছি না সেহেতু প্রয়োজনে তারানকোর উত্তরসূরি যিনি, তাদের কাউকে সাক্ষী মেনে আলোচনা শুরু করা যেতে পারে।

 

 

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

রাজনীতি বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন জানিপপের চেয়ারম্যান

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728