বন্ধকৃত প্রতিষ্ঠানে কর্মরতদের ৮০ শতাংশ দেবে বৃটেন সরকার

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

বন্ধকৃত প্রতিষ্ঠানে কর্মরতদের ৮০ শতাংশ দেবে বৃটেন সরকার

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ব্রিটেনের ইতিহাসে সরকার এই প্রথম বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা/কর্মচারীদের বেতনের সর্বোচ্চ ৮০ ভাগ পর্যন্ত ভর্তুকি দিতে যাচ্ছে। আজ ২০ মার্চ প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যের সকল পাব-রেস্টুরেন্ট, ক্যাফে, থিয়েটার, জিম ও লেজার সেন্টার বন্ধের নির্দেশ দেয়ার পর চ্যান্সেলর ঋষি সুনাক ভর্তুকি সংক্রান্ত এ ঘোষণা দেন।

 

চ্যান্সেলর মিঃ সুনাক তার ঘোষণায় বলেন মহামারী করোনাভাইরাস জনিত কারণে বন্ধ হওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠান সমুহের কর্মচারীদের বেতনের জন্য সরকার সর্বোচ্চ ৮০% পর্যন্ত ভর্তুকি প্রদান করবে।চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, নজিরবিহীন এই ব্যবস্থা নেয়া হয়েছে মানুষের চাকরি ও ব্যবসা সুরক্ষার পরিকল্পনার অংশ হিসেবে।

 

বিভিন্ন সংস্থা সতর্ক করে বলেছিল যে করোনা ভাইরাস দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ধ্বস আনবে এবং হাজার হাজার মানুষ চাকরী হারাবে, যা যুক্তরাজ্যের জীবনযাত্রায় বিরুপ প্রভাব ফেলবে। মিঃ সুনাক বলেন, ব্যবসা প্রতিষ্ঠান সমুহ বন্ধের ফলে ব্যবসায়ের উপর “উল্লেখযোগ্য প্রভাব” পড়েছে। চ্যান্সেলরের মজুরি প্যাকেজটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের কর্মচারীদের উপর বোঝা কমিয়ে আনার জন্য সরকারের সর্বশেষতম পদক্ষেপ।

 

চ্যান্সেলর বলেন এই ঘোষণাটি সরকারের শ্রমিকদের পাশে দাড়ানো ও জব বাচানোর একটি জাতীয় প্রচেষ্টা। তিনি করোনভাইরাসের এই সংকটময় মুহুর্তে নিয়োগকর্তাদের তাদের কর্মচারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

উল্লেখ্য আজ শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে ১৭৭ ব্যক্তির মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা দাড়ায় ৩২৬৯ জনে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান থাকায় প্রধানমন্ত্রী বরিস জনসন জনসাধারণকে বাহিরে না যাবার আহ্বান জানিয়ে নাইট ক্লাব ও রেস্তোরাঁ সহ কতিপয় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। যা প্রতিমাসে রিভিউ বা পুনর্বিবেচনা করা হবে

Spread the love