লন্ডনে কম দামে দ্রব্য বিক্রি দৃষ্টান্ত সিলেটের মুরাদ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

লন্ডনে কম দামে দ্রব্য বিক্রি দৃষ্টান্ত সিলেটের মুরাদ

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনাভাইরাসকে পুঁজি করে ব্রিটেনে এক শ্রেনীর হালাল গ্রোসারীর মালিক যখন দ্বিগুণ-তিনগুণ দামে নিজ কমিউনিটি লোকদের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করছেন তখন আনোয়ার মুরাদ ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মরত সকল স্টাফদের অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে মানবতার নজির স্থাপন করলেন। শুধু তাই নয় তিনি তার দোকানে কোন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিও করেন নাই। সেই সাথে সেল্ফ-আইসোলেশনে’ থাকা এবং বয়স্ক লোকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে ঘরে পৌছে দিচ্ছেন।

 

পাঁচ সন্তানের জনক আনোয়ার মুরাদ সাউথ ওয়েলসের কার্ডিফ শহরের নিকটে ওয়েনভো গ্রামে বসবাস করছেন। গ্রামের একমাত্র দোকান এবং পোস্ট অফিসের স্বত্বাধিকারী আনোয়ার মুরাদ লেখক ও সাংবাদিক আনোয়ার শাহ’জাহানের ছোট ভাই। তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে।

 

আনোয়ার মুরাদ বলেন, এই দুর্যোগে ডাক্তার, নার্স সহ হাসপাতালে কর্ম’রত স্টাফরা আমাদের সুস্থ রাখার জন্য রাত-দিন পরিশ্রম করছেন তাই আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। আর মানবতার জন্য ‘সেল্ফ-আইসোলেশনে’ থাকা এবং বৃদ্ধ লোকদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই দু’র্যোগ মূহুর্তে আম’রা একে-অন্যকে সাহস দিতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে হবে।

Spread the love